[HOT]এয়ারটেল সিমে ১২ টাকায় ৩ জিবি দিয়ে এবার নতুন নিয়মে চালান Airtel Free Net মোবাইল এবং পিসিতে। [11-04-19]

আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন নিয়মে কিভাবে এয়ারটেলে ফ্রিনেট চালাবেন(১২ টাকায় ৩ জিবি)

আজ আপনাদের সাথে নতুন একটি ভিপিএন এর পরিচয় করে দিবো ।যেটা সবকিছু আরামে ব্যবহার করতে পারবেন । এই ভিপিএনে অন্য ভিপিএনের মত বেশি সেটিং করতে হয়না। কোন ডিসকানেক্ট সমস্যা হয় না। 

নিচের লিংক থেকে এপ নামিয়ে নিন। 

ডাউনলোড হয়ে গেলে ইন্সটল করে নিবেন।

যেভাবে কানেক্ট করবেন

প্রথমে আপনার এয়ারটেল সিমে ১২ টাকায় ৩ জিবি প্যাকটি নিয়ে নিন। 


নিচে আমার দেখানো স্ক্রীনশট গুলো ভালভাবে দেখবেন।
প্রথমে ফোন থেকে এপটায় প্রবেশ করুন। 


তারপর নিচের মত করে সেটিং করুন। 






সেটিং সেভ করুন। তারপর কানেক্ট ক্লিক করুন। 


দেখুন কানেক্ট হয়ে গেছে।


দেখুন ইউটিউব চলছে। 



এখন নিশ্চিন্তে ডাউনলোড এবং ব্রাউজিং করুন।


  • এয়ারটেলে ১২ টাকার ৩ জিবি প্যাক দিয়ে নেট চালান পিসি/ল্যাপটপে

ওপরের আগের মত করে আপনার ফোনে Combo VPN টা আগে কানেক্ট করে নিবেন।
তো এবার আসা যাক আসল কাজে। 


এর জন্য আপনার যা যা দরকার,

  1. একটা এন্ড্রয়েড মোবাইল
  2. একটা ল্যাপটপ অথবা পিসি
  3. একটা ইউএসবি ক্যাবল যার মাধ্যমে পিসিতে মোবাইল কানেক্ট করবেন।তারপর নেট চালাবেন।
  4. PdaNet For PC
  5. PdaNet+ Android

Step 1:
প্রথমে আপনার পিসিতে উপরিউক্ত সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তারপর ইনস্টল করবেন। নিচের মত করে।













Finish লেখাটি ক্লিক করুন। ব্যাস কাজ শেষ।

Step 2: 

এবার আপনার এন্ড্রুয়েড ফোনের PdaNet+ Android এপ টা ওপেন করবেন। ওপেন করলে নিচের মত আসবে।


Go To Settings ক্লিক করবেন।









এইবার ফোনের সাথে ক্যাবল দিয়ে পিসি কানেক্ট করুন।



নিচের মত দেখুন। আপনার ফোনে কানেক্টড হয়ে যাবে।


এই এপ টা মিনিমাইজ করে রেখে দিন।





এখন নিশ্চিন্তে পিসিতে ডাউনলোড এবং ব্রাউজিং করুন।

কারো কোন বুঝতে সমস্যা হলে নিচের ভিডিও টা দেখে নিবেন।





আর কোন সমস্যা হলে কমেন্ট করে জানাবেন।
ফেসবুকে আমি। 

কোন মন্তব্য নেই

mammamaart থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.