গ্রামীণফোন (জিপি) প্রাহকদের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ


 গ্রামীণফোন (জিপি) প্রাহকদের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ। প্রাহকদের জন্য দুর্দান্ত ডেটা প্যাক নিয়ে এসেছে গ্রামীণফোন (জিপি)। প্রথমবারের মতো ‘আওয়ারলি আনলিমিটেড ডেটা ক্যাম্পেইন’ চালু করেছে তারা।


বুধবার (১০ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তিতে জিপি জানিয়েছে, প্রতি ঘণ্টার জন্য আনলিমিটেড দুটি ডেটা প্যাক নিয়ে এসেছে তারা। ২৩ টাকায় দুই ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ৮ জিবি) ইন্টারনেট এবং ৩৪ টাকায় ৩ ঘণ্টার জন্য আনলিমিটেড (সর্বোচ্চ ১২ জিবি) ইন্টারনেট।


গ্রামীণফোন (জিপি) প্রাহকদের আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করার সুযোগ



এই প্যাক দুটি পেতে গ্রাহকদের ডায়াল করতে হবে *১২১*৩৩০৯# অথবা *১২১*৩৩১২# কিংবা ভিজিট করতে হবে মাইজিপি অ্যাপ।

গ্রামীণফোনের সিএমও মোহাম্মদ সাজ্জাদ হাসিব বলেন, আমি অত্যন্ত আনন্দিত আমাদের এই দুর্দান্ত ইন্টারনেট প্যাক গ্রাহকদের বিভিন্ন ডিজিটাল চাহিদা পূরণের মাধ্যমে সবকিছু সম্ভব করে তুলতে সহায়ক হবে।

কোন মন্তব্য নেই

mammamaart থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.